জীবন বিজ্ঞান || জীবন বিজ্ঞান থেকে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নের || Bangla Study Materials For All Competitive Exam ||
জীবন বিজ্ঞান || জীবন বিজ্ঞান থেকে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নের || Bangla Study Materials For All Competitive Exam ||
কেমন আছেন আপনারা সকলে?নিশ্চয়ই খুব ভালোই আছেন।তারপর বলুন যে পরীক্ষার জন্য প্রস্তুতি কিরকম নিচ্ছেন?
কি !! ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন,কিন্তু ঠিক মতো স্টাডি মেটিরিয়ালস পাচ্ছেন না,যার দ্বারা আপনারা আপনাদের প্রস্তুতিকে সমৃদ্ধশালী করে তুলতে পারবেন তাইতো?
ঠিক আছে,চলুন তাহলে আপনাদের এই দুশ্চিন্তা একটু দূর করা যাক।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
📝 *জীবন বিজ্ঞানের 60টি প্রশ্ন-উত্তর* 👇👇👇
1. নীল জবাফুলের পাপড়িতে কোন ধরণের প্লাসটিড থাকে – ক্রোমােপ্লাসটিড।
2. মটরগাছ কোন গােত্রের উদ্ভিদ
- লেগুমিনােসি বা, শিম্বগােত্রীয়।
3. সালােকসংশ্লেষীয় সব রঞ্জকের মধ্যে কোনটি
প্রধান – ক্লোরােফিল a.
4. ব্যাঙের কত নম্বর কশেরুকা ফ্যানের ব্লেডের
মতাে দেখতে হয় – 9 নং।
5. জ্যান্থােফিলের সংকেত কী — C40H5602
6. কোন ধরণের পেশিতে টিটেনাস হতে পারে
– অস্থি পেশি।
7. উধ্বমহাশিরা হৃৎপিণ্ডের কোন অলিন্দ থেকে
উৎপন্ন হয় – ডান অলিন্দ।
৪, পূর্ণ বয়স্ক মহিলাদের হৃৎপিণ্ডের গড় ওজন
কত – 250 গ্রাম।
9. গিনিপিগের কোন ধরণের দাঁত থাকে না –
ক্যানাইন দাঁত।
10. অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা ক’টি
-3টি।
11. গরুর দুধে কোন ভিটামিন থাকে না –
ভিটামিন-C.
12. রেটিনার অন্ধবিন্দুতে কী থাকে না – রড ও কোণ কোশ।
13. স্তন্যপায়ী প্রাণিদের অন্তকর্ণের রেচন পদার্থের নাম কী – সেরুমেন।
14. উদ্ভিদ কলাতন্ত্রের বিভাগ করেন কোন বিজ্ঞানী – বিজ্ঞানী স্যাকস (1875 সালে)।
15. কোন গ্রন্থির নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানাে হয় – পিটুইটারি।
16. 'Rh ফ্যাক্টর প্রথম কোন প্রাণীতে পাওয়া যায় – রেসাস বানর।
17. ফুসফুসের বায়ুথলিতে 02 -র পরিমাণ কত
–14.2%.
18, কত ফুট পর্যন্ত উচ্চতায় মানুষের শ্বাস- প্রশ্বাসের অসুবিধে হয় না – 12,000 ফুট।
19. ফুসফুসের আবরণকে কী বলে – প্লুরা।
20. অক্সানােমিটার দিয়ে কী পরিমাপ করা হয় --
উদ্ভিদ বৃদ্ধিহার।
21. অপরিণত অবস্থায় জননক্ষমতা অর্জিত হলে তাকে কী বলে – পিডােজেনেসিস।
22. মাছির লার্ভাকে কী বলে – ম্যাগট।
23. ঝিঝি পােকার লার্ভাকে কী বলে – গ্রাব।
24. একটি সম্পূর্ণ হৃদচক্রে কত সময় লাগে
– 0.8 সেকেন্ড।
25. লালারস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু কী – পারদ।
26. পিত্তরসের রাসায়নিক ধর্ম কী ধরণের —ক্ষারীয়।
27. পিত্তরসের উৎসস্থল কী – যকৃত।
28. লালারসের কোন উৎসেচক ব্যাক্টেরিয়া ধ্বংস
করে – লাইসােজাইম।
29. কীসের আধিক্যে পেশি ক্লান্ত হয় — ল্যাক্টিক অ্যাসিড।
30, কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে
— হৃদপেশি ।
31. Fasciola পরজীবীটি কোথায় থাকে যকৃতে।
32. বুক-গিল কোন প্রাণির শ্বাস অঙ্গ – চিংড়ি।
33. বুক-লাং কোন প্রাণির শ্বসঅঙ্গ -
মাকড়শা।
34. একবীজপত্রী উদ্ভিদের পাতা দেখে সহজে চেনার উপায় কী – সমান্তরাল শিরাবিন্যাস।
35. কোন গাছের পাতা জল সঞ্চয় করে --- Dischidia
36, কোন ফুলে শামুক দিয়ে পরাগ সংযোগ ঘটে --ওল, কচু।
37. উপপত্র কাটার রূপ নেয় কোন গাছে - বাবলা।
38, কাণ্ডের অতিরিক্ত খাদ্য সঞায় কোথায় দেখা
যায় - আলু।
39. কোন উদ্ভিদের চোষক মূল আছে -স্বর্ণলতা।
40. বহুযােজী মুলত্র আছে কোন গাছে --কেয়া।
41. মিথাই ল কোবালামিন কী – সিউডােভিটামিন।
42. কোন ভিটামিনের অভাবে ফিনােডামা হয় –ভিটামিন D
43. থ্রম্বােপ্লাসটিন কোথা থেকে উৎপন্ন হয় - অনুচক্রিকা।
44.ব্লাড ব্যাঙ্কে কী ধরণের তঞ্চনরােধক ব্যবহৃত হয় – সােডিয়াম সাইট্রেট।
45. কোন শ্রেণির রক্তে কোনাে অ্যান্টিজেন নেই – 0 .
46. সমুদ্র কচ্ছপ গড়ে কতদিন বাঁচে – 200 বছর।
47. কোন শ্বেত কণিকা এলার্জি প্রতিরােধ করে -- ইওসিনােফিল।
48. রক্তের স্বাভাবিক কোলেস্টেরল মাত্রা কত
-150-250 mg/100 ml.
49. দেহের ত্বক ও মিউকাস পর্দা নীলবর্ণ ধারণ করলে সেটি কী ধরণের রােগ – নীলব্যাধি বা সায়ানােসিস।
50. চালতার ভােজ্য অংশ কোনটি বৃত্যাংশ।
51. মানুষের শরীরের ‘জৈব রসায়নাগার’ কোন
অঙ্গকে বলে – যকৃত।
52. কোন প্রকার খাবার লসিকার মাধ্যমে বিশেষিত হয় – ফ্যাট।
53. লােহিত কণিকার অতিবৃদ্ধিকে কী বলা হয় – পলিসাইথেমিয়া।
54. Birbal Sahani Institute of
Paleobotany কোথায় আছে – লখনৌয়ে।
55. সবচেয়ে বেশি এলাকা নিয়ে ছড়িয়ে পড়া ভাইরাস কোনটি – Herpes.
56. সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকতে পারে – (-170 Degree C),
57. পাকস্থলী ও অন্ত্রের প্রাচীরে কোন ধরণের আবরণী কলা থাকে — স্তম্ভকার।
58. বট পাতার সিস্টোলিথযুক্ত কোশকে কী বলে – লিথােসিস্ট।
59. উদ্ভিদকলার কোন অংশের সঙ্গে পরিচক্রসম্পর্কযুক্ত – স্টিলি।
60. বিছুটি পাতার দংশক রােম গঠনগতভাবে কী – বিশেষ ধরণের গ্রন্থিরােম।
61, মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে WBC'র গড় সংখ্যা কত - 6,000.
62. গ্লাইকোলিসিস প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি -- গ্লুকোজের ফসফোরিলেশন ।
63. পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত - 3টি।
64. শৈশবকালে হাঁপানির একটি বহুপ্রচলিত স্টেরয়েড ওষুধ কী – বুডিকোর্ট।
👉⭕Free note, join our Telegram Channel- https://t.me/onedba
Comments
Post a Comment